সূচনা – ক্রিকেটের চেতনা ( দ্য প্রিঅ্যাম্বল – দ্য স্প্রিট অব ক্রিকেট)

ক্রিকেটের আইন (দ্য লজ অব ক্রিকেট)

সূচনা – ক্রিকেটের চেতনা  ( দ্য প্রিঅ্যাম্বল – দ্য স্প্রিট অব ক্রিকেট)

ক্রিকেট খেলা তার অন্যন্য আবেদনের নিকট অনেকাংশে ঋনী এ বাস্তবতার জন্য যে খেলাটি শুধু আইন মেনেই খেলা হয় না বরং খেলাটির চেতনা (the Spirit) অনুযায়ীও খেলা হয়। এইচেতনা কে অমযর্দা করে এমন কোন কাযর্কলাপ মূলত খেলাটিকেই আহত করে। পরিচ্ছন্নভাবে খেলার (fair play) চেতনা নিশ্চিত করার প্রধান দায়িত্ব অধিনায়কদের উপর বর্তায়।

১. দুটো আইনের মাধ্যমে দলের আচরণগত দায়িত্ববালী অধিনায়কের উপর দৃঢ়ভাবে বর্তায়

অধিনায়কদের দায়িত্ব

অধিনায়করা সবসময় এই বিষয়টি নিশ্চিত করতে দায়িত্ববদ্ধ যে চেতনা অনুযায়ী খেলা পরিচালিত হবার পাশাপাশি আইন অনুযায়ীও পরিচালিত হচ্ছে।

খেলোয়াড়দের আচরণ

যদি কোন খেলায়াড় আম্পায়ারের নির্দেশনা অনুসরণে ব্যর্থ হয়, অথবা কথা বা কাজের মাধ্যমে আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করে, অথবা ভিন্নমত প্রদর্শন করে, অথবা এমন আচরণ করে যা খেলাটিকে বিতর্কিত করে, সংশ্লিষ্ট আম্পায়ার প্রথমেই বিষয়টি জানাবেন অপর আম্পায়ারকে এবং খেলোয়াড়ের অধিনায়ককে, এবং শেষোক্তজনকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিবেন।

২. সংগত ও অসংগত খেলা

আইন অনুযায়ী আম্পায়াররা সংগত ও অসংগত খেলার একমাত্র বিচারক।

আম্পায়াররা যে কোন সময় হস্তক্ষেপ করতে পারেন এবং যেখানে প্রয়োজন ব্যবস্থা গ্রহন করা অধিনায়কের দায়িত্ব ।

৩. যে সকল ক্ষেত্রে আম্পায়াররা হস্তক্ষেপের ক্ষমতাপ্রাপ্ত:

  • সময় নষ্ট করা
  • পিচের ক্ষতি সাধন করা
  • বিপদজনক বা অবৈধ বোলিং
  • বলের আকারের পরিবর্তন সাধন করা
  • অন্য যে কোন বিষয় যা তাদের কাছে অবৈধ বলে মনে হয়

৪. খেলার চেতনার জন্য আবশ্যিক যে বিষয়গুলোর সম্মান:

  • তোমার প্রতিপক্ষ
  • তোমার নিজ দলনায়ক এবং দল
  • আম্পায়ারদের ভূমিকা
  • খেলা এবং এর ঐতিয্যগত মূল্য

৫. যা খেলার চেতনার পরিপন্থী:

  • কথা, কাজ বা অঙ্গভঙ্গীর মাধ্যমে আম্পায়ারের সিদ্ধান্তকে বিতর্কিত করা
  • প্রতিপক্ষ বা আম্পায়ারের উদ্দেশ্যে গালি দেয়া
  • প্রতারণা বা অসাধু পন্থার মাধ্যমে নিজের মতলব হাসিল করা, উদাহরণ স্বরূপ:

(ক) ব্যাটসম্যান আউট নয় জেনেও আপিল করা

(খ) আপিলের সময় আগ্রাসী ভঙ্গীতে আম্পায়ারের দিকে তেড়ে যাওয়া

(গ) নিজ দলকে উৎসাহ দেওয়ার ছলে, কথা বা ধারাবাহিক হাততালি বা অপ্রয়োজনীয় শব্দ করে পতিপক্ষের মনোসংযোগ বিনষ্ট করতে চেষ্টা করা

৬. সংঘাত

খেলার মাঠে কোন সংঘাত ঘটানো যাবেনা

৭. খোলোয়াড়

অধিনায়কেরা ও আম্পায়াররা একত্রে মিলে একটি ক্রিকেট ম্যাচ কিভাবে পরিচালিত হবে তা নির্দ্ধারণ করবেন।[1] সকল খেলোয়াড় এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হয়।

খেলোয়াড়েরা, আম্পায়াররা এবং স্কোরাররা কোন ক্রিকেট খেলায় যে কোন লিঙ্গের হতে পারে এবং আইন তাদের উভয়ের জন্যই সমভাবে প্রযোজ্য হবে। সংক্ষেপ করার লক্ষ্যে এখানে সবর্নাম হিসেবে পুরুষ লিঙ্গের ব্যবহার করা হয়েছে। ব্যতিক্রম রয়েছে বলে যেখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সেখানে ছাড়া আইনের প্রত্যেক ধারা সমানভাবে মহিলা এবং বালিকাদের সাথে সাথে পুরুষ ও বালকদের জন্য প্রযোজ্য বলে পড়তে হবে।


[1] set the tone

if something someone says or does sets the tone for an event or activity, it establishes the way that event or activity will continue, especially the mood of the people involved (often + for ) He was furious when she arrived late, and that set the tone for the whole evening.